ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

কোটালীপাড়ায় অর্থ উত্তোলনের ৩ বছরেও শুরু হয়নি কবরস্থানের রাস্তা নির্মাণ

সুজিৎ মৃধা

প্রকাশিত: ২১:৫৩, ৭ নভেম্বর ২০২৪; আপডেট: ২২:২০, ৭ নভেম্বর ২০২৪

কোটালীপাড়ায় অর্থ উত্তোলনের ৩ বছরেও শুরু হয়নি কবরস্থানের রাস্তা নির্মাণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি কবরস্থানের রাস্তা নির্মাণের জন্য ৩ বছর আগে এক আওয়ামী লীগ নেতা অর্থ উত্তোলন করেও কাজ না করায় অসন্তোষ দেখা দিয়েছে। 

জানা গেছে, গোপালগঞ্জ জেলা পরিষদ থেকে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি এম এ গফুর পাইকের বাড়ি হতে কবরস্থানের রাস্তা মাটি ও ইটের সোলিং দ্বারা উন্নয়ন' প্রকল্পের জন্য ২০২১-২২ অর্থবছরে ১ লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।  


প্রকল্পটির কাজ শুরু না করেই সিপিসি সভাপতি হিসেবে ওই বছর ৭০ হাজার টাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান খান বাদল। ৩ বছরেও কবরস্থানের রাস্তা নির্মাণ কাজ শুরু না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। প্রয়াত এম এ গফুর পাইকের পালিত ছেলে কামরুল ইসলাম বলেন, গফুর পাইক কোটালীপাড়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। ২০২১ সালে তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী বান্ধাবাড়ি বাজারে এসেছিলেন। ওই সময় তিনি গফুর পাইকের পরিবারের খোঁজ খবর নেন এবং প্রতিশ্রুতি দেন গফুর পাইকের বাড়ি থেকে কবরস্থানের রাস্তাটি সংস্কার করে ইটের সোলিং করে দিবেন৷ এর কিছুদিন পর জানতে পারি রাস্তাটির জন্য বরাদ্দ হয়েছে।

কাজটির সিপিসি সভাপতি হিসেবে আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান খান বাদল রাস্তাটির কাজ করবেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও কাজ শুরু না করায় একাধিকবার আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান খান বাদলকে বলা হলেও তিনি কোন সদুত্তর দেয়নি। দ্রুত কাজটি শেষ করার জন্য আমরা সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবী জানাই।
 
এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা পরিষদের  উপ-সহকারী প্রকৌশলী এ,টি,এম সাদিকুর রহমান বলেন, প্রকল্পটির  সিপিসি সভাপতি আতিকুজ্জামান খাস বাদল কাজ শুরু করার জন্য প্রথম কিস্তির ৭০ হাজার টাকা উত্তোলন করেছেন। এরপর তিনি কাজের কোন অগ্রগতি জানান নি এবং এই বিষয়ে জেলা পরিষদে কোন যোগাযোগ  করেন নি।

এ ব্যপারে প্রকল্পটির সভাপতি আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান খান বাদলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

নাহিদা

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে