ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

পঞ্চগড়ে শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ১৪ আগস্ট ২০২৪

পঞ্চগড়ে শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

পঞ্চগড়ে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকেলে জেলা যুবদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর দলীয় কার্যালয়ের সামনে পঞ্চগড়-ঢাকা মহাড়কের পাশে সমাবেশ করে দলটি।

এসময় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা ও তার সরকার নিরীহ ছাত্রদের উপর নির্বিচারে গুলি করে অনেককে হত্যা করেছে। অনেককে গুম করেছে। তার হাত এ দেশের মানুষের রক্তে রঞ্জিত হয়েছে। সে আসলেই একজন খুনি। তাকে এদেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

তারা আরো বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন একত্রিত হওয়ার চেষ্টা করছে। তাদের কোথাও যদি তিন চার জন বা তার বেশি দেখেন সেখানেই তাদের প্রতিহত করবেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম হাসান

×