ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

হার্ট অ্যাটাকে তরুণ সাংবাদিক খোকন খানের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ১৪:৪৬, ১৬ জুন ২০২৪

হার্ট অ্যাটাকে তরুণ সাংবাদিক খোকন খানের মৃত্যু

মোনায়েম খান খোকন।

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত মজিদ খানের ছোট পুত্র মোনায়েম খান খোকন হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। 

মৃত মোনায়েম খান খোকন আঞ্চলিক দৈনিক সংবাদ সকাল পত্রিকার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন। ১৬ জুন (রবিবার) সকাল ৮টায় তার নিজ বাসভবনে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

মোনায়েম খান খোকন গভীর রাতে বাসায় ফিরেন এরপর শরীর খারাপ হওয়া শুরু করলে সকালে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। সকাল ৮ টায় তার স্ত্রী কাজল অজ্ঞান অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হার্ট অ্যাটাকে মোনায়েম খান খোকন মারা গেছেন। 

তার স্ত্রী কাজল বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র নার্স হিসেবে কর্মরত রয়েছেন। মৃত্যুকালে খোকন দুই শিশু সন্তান রেখে গেছেন। ১০ বছরের ছেলের নাম তাজ ও ৩ বছরের শিশুকন্যা তোহা। 

রবিবার আসরের নামাজ শেষ উপজেলা চত্বরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত সাংবাদিক মোনায়েম খান খোকন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ উপজেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। 

খোকনের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি, দৈনিক জনকণ্ঠ পত্রিকা বাকেরগঞ্জের নিজস্ব সংবাদদাতা মো: জিয়াউল হক আকন।

 এসআর

×