ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কীর্তনখোলা নদীতে পরিবেশকর্মীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২১:০৩, ১১ জুন ২০২৪

কীর্তনখোলা নদীতে পরিবেশকর্মীদের বিক্ষোভ

হাঁটু পানিতে দাঁড়িয়ে প্রতীকী বিক্ষোভ। ছবি: জনকণ্ঠ

জি-৭ ভুক্ত দেশগুলোর চলমান জীবাশ্ম জ্বালানির বিনিয়োগের বিরুদ্ধে কীর্তনখোলা নদীর হাঁটু পানিতে দাঁড়িয়ে প্রতীকী বিক্ষোভ সমাবেশ করেছে পরিবেশকর্মীরা। মঙ্গলবার সকালে নগরী সংলগ্ন নদীতে এ কর্মসূচি পালন করা হয়।

প্রান্তজন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের (বিডবি্লউজিইডি) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন অবিলম্বে বন্ধের আহবান করেন। 

প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদার সভাপতিত্বে বক্তারা আরও বলেন, আগামী ১৩ থেকে ১৫ জুন ইতালিতে ৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য জি-৭ ভূক্ত দেশগুলোর প্রকাশ্য প্রতিশ্রুতি রয়েছে। 

তারপরেও এসব দেশ জীবাশ্ম জ্বালানি প্রকল্পে এখনও বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। যা জলবায়ু সংকট এবং বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর এর প্রভাবকে বাড়িয়ে তুলছে। জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের এই বিতর্কিত সিদ্ধান্তের জবাবদিহিতা করতে হবে। 

পাশাপাশি এমন সিদ্ধান্ত দ্রুত সংশোধনের জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশগুলোর কাছে বক্তারা আহবান করেন।
 

 

এসআর

×