ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

প্রাণ বাঁচাতে বাংলাদেশে এলো ৯ বিজিপি সদস্য

সংবাদদাতা, টেকনাফ,কক্সবাজার

প্রকাশিত: ১২:৪৪, ১৪ এপ্রিল ২০২৪; আপডেট: ১৩:১৭, ১৪ এপ্রিল ২০২৪

প্রাণ বাঁচাতে বাংলাদেশে এলো ৯ বিজিপি সদস্য

বিজিপি সদস্যদের বিজিবির কাছে আত্মসমর্পণ। ছবি: জনকণ্ঠ

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আহতাবস্থায় ৯ জন স্বশস্ত্র বিজিপি সদস্য অনুপ্রবেশ করেছে। মিয়ানমারে চলমান সংঘাতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে এদেশে স্বশস্ত্র ঢুকে বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে ওই বিজিপি সদস্যরা। 

রবিবার (১৪ এপ্রিল) সকালে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা পৃথকভাবে টেকনাফের ঝিমংখালী ও খারাংখালী সীমান্ত পয়েন্ট দিয়ে এদেশে ঢুকে পড়ে।

জানা গেছে, সীমান্তের ওপারে আরকান আর্মি এবং বিজিপি সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষে ৩০/৩৫জন নিহতের ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে ঝিমংখালী ও খারাংখালী সীমান্ত বিওপিতে আজ সকালে এসে পৃথকভাবে আহতাবস্থায় নয় জন স্বশস্ত্র বিজিপি সদস্য বিজিবির কাছে আত্নসমর্পণ করে। বর্তমানে তাদেরকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি আহত বিজিপি সদস্যদের হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের ৯ জন বিজিপি সদস্য সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তারা পৃথকভাবে এসেছে।

এদিকে, সৃষ্ট ঘটনায় বিভিন্ন পয়েন্ট দিয়ে আরো বিজিপি সদস্য অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে।

এসআর

×