ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশকারী ২৩ রোহিঙ্গার রিমান্ড চায় পুলিশ

প্রকাশিত: ২০:২০, ১০ ফেব্রুয়ারি ২০২৪

অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশকারী ২৩ রোহিঙ্গার রিমান্ড চায় পুলিশ

রোহিঙ্গা

মিয়ানমার সীমান্তে চলমান সংঘাতের মধ্যেই বাংলাদেশে অস্ত্রসহ অনুপ্রবেশকারী ২৩ রোহিঙ্গার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। পুলিশ বলছে, কক্সবাজারের উখিয়া সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে তারা বাংলাদেশে ঢুকেছে। তারা বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের তালিকাভুক্ত বাসিন্দা। কিন্তু কী কারণে তারা মিয়ানমারে গিয়েছিল তা জানার চেষ্টা চলছে।

তাই প্রকৃত তথ্য জানতে এই ২৩ রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিলের রিমান্ড আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মঙ্গলবার ভোর ও রাতে সীমান্ত দিয়ে কিছু অস্ত্রধারী রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। যাদের স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিল। যদিও এর মধ্যে অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়েছে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়া থানায় বিজিবির এক সদস্য বাদী হয়ে ওই ২৩ রোহিঙ্গাকে আসামি করে মামলা দায়ের করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, পুলিশ মামলাটি নথিভূক্ত করার পর বাংলাদেশে অনুপ্রবেশের মূল তথ্য জানতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করবে। বেলা সাড়ে ১২ টার দিকে রোহিঙ্গা ২৩ আসামিকে কক্সবাজার আদালতে প্রেরণ করেছে। এদিকে দুপুর দেড়টা পর্যন্ত মামলার আসামিদের বহনকারী পুলিশের গাড়িটি আদালতে পৌঁছায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

এস

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার