ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

৩ সন্তান নিয়ে বিষপান করা সেই মা হাসপাতাল থেকে পালালেন

প্রকাশিত: ১৯:২৩, ১ ফেব্রুয়ারি ২০২৪

৩ সন্তান নিয়ে বিষপান করা সেই মা হাসপাতাল থেকে পালালেন

মা পলি বেগম।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে তিন কন্যা সন্তানকে বিষপান করিয়ে হত্যার চেষ্টাকারী মা পলি বেগম হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি পালিয়ে যান। 

এদিকে, ছোট কন্যা মারা যাওয়ার পর বাকি দুই শিশুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এর আগে, গত ৩০ জানুয়ারি বাবার একাধিক বিয়ের বিষয় নিয়ে শাশুড়ির মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে মাদ্রাসায় পড়ুয়া ৮ বছরের মেয়ে আফসানা, আড়াই বছরের আমেনা ও দেড় বছরের মীমকে বিষপান করান পলি বেগম। পরে নিজে আত্মহত্যার জন্য ওই বিষ পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন রাত ৮টার দিকে তাদের গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩১ জানুয়ারি) সকালে ছোট মেয়ে মীম মারা যায়। বাকি দুই শিশুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। 

হাসপাতালে উপ-পরিচালক নিয়াজ মোহাম্মদ বলেন, ‘আমি এখন ঢাকায় অবস্থান করছি। হাসপাতাল থেকে জানতে পেরেছি, ওই নারী পালিয়ে গেছেন। ঢাকা থেকে ফিরে বিষয়টি দেখা হবে তিনি কীভাবে পালিয়ে গেলেন।’

 

এম হাসান

×