ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আল্লাহ-রসুলের কথা বলে ৫৩টি মোবাইল চুরি!

প্রকাশিত: ২১:২২, ১০ ডিসেম্বর ২০২৩

আল্লাহ-রসুলের কথা বলে ৫৩টি মোবাইল চুরি!

মোবাইল । প্রতীকী ছবি

ঝালকাঠি শহরের একটি মোবাইল ফোনের দোকানে অভিনব কায়দায় ৫৩টি মোবাইল চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, দোকানের মালিককে আল্লাহ-রসুলের কথা বলে অভিনব কায়দায় অচেতন করে ৫৩টি মোবাইল ও নগদ ১৮ হাজার টাকা নিয়ে গেছে ছদ্মবেশী এক ‘হুজুর’।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহরের আমতলা রোডের সারা টেলিকম নামের মোবাইল ফোনের দোকানে এ ঘটনা ঘটে।

দোকান মালিক নাঈমুল হক সজিব বলেন, ‘সকাল ১১টার দিকে আমি প্রতিদিনের মতো দোকান খুলি। এসময় সাদা পাঞ্জাবী ও টুপি পরিহিত অজ্ঞাত এক হুজুর আমার দোকানে আসেন। তিনি আমার সাথে হ্যান্ডশেক করে বলেন, 'দোকান খুলে আগে আল্লাহ রসূলের নাম নিয়ে শুরু করতে হয়।' এরপর হুজুরে  দোয়া-মোনাজাত শুরু করেন। আমিও হাত তুলে মোনাজাত করি।’

তিনি বলেন, ‘কিন্তু মোনাজাতে হাত নাকের কাছে আনতেই আমি আস্তে আস্তে অচেতন হয়ে পড়ি। পরে আমাকে আশপাশের দোকানদাররা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জ্ঞান ফিরে দেখতে পাই আমার দোকানের ৪৮টি বাটন মোবাইল, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল, নগদ ১৮ হাজার টাকা নিয়ে পালিয়েছে পাঞ্জাবী ও টুপি পরিহিত ছদ্মবেশী ওই হুজুর।'

ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. আবু হানিফ বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই প্রতারককে আটকে অভিযান চলছে।
 

 

এবি

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার