ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

যশোরমুক্ত দিবস উদ্যাপিত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ২১:২৩, ৬ ডিসেম্বর ২০২৩

যশোরমুক্ত দিবস উদ্যাপিত

হানাদারমুক্ত দিবসে টাউন হল ময়দানে শোভাযাত্রার উদ্বোধন করছেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যশোর মুক্ত দিবস উদ্যাপিত হয়েছে। বুধবার সকাল ৯টায় টাউন হল ময়দানে রওশন আলী মঞ্চে জাতীয় সংগীতের মাধ্যমে যশোর মুক্ত দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর দিবসটি উপলক্ষে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। 
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, যুদ্ধকালীন বৃহত্তর যশোর জেলা মুজিব বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, উপ প্রধান মুক্তিযোদ্ধা রবিউল আলম, মুক্তিযোদ্ধা সংসদ যশোর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুযহারুল ইসলাম মন্টু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতি জোটের যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দিপংকার দাস রতন প্রমুখ। পরে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বকুলতলায় বঙ্গবন্ধু ম্যুরালে প্রদ্ধাঞ্জলি দিয়ে শেষ হয়।

×