ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

দুই অটোরিকশায় আগুন, চালক আহত

প্রকাশিত: ১১:৫৫, ৪ ডিসেম্বর ২০২৩

দুই অটোরিকশায় আগুন, চালক আহত

ছবি: সংগৃহীত।

ফেনীতে দুটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সকালে শহরের গ্রিন টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল পৌনে ৬ টার দিকে ৮-১০ জন যুবক জড়ো হয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আতংকে পথচারীরা ছুটাছুটি করলে তারা পেট্রোল ঢেলে সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে ইকবাল হোসেন নামের এক চালকের মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, অটোরিকশা দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

টিএস

×