ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

সিইউজে নেতাদের ঘোষণা

সাংবাদিক পেটানো এমপির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২২:১৯, ২ ডিসেম্বর ২০২৩

সাংবাদিক পেটানো এমপির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের বিক্ষোভ সমাবেশ

বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ১০ ডিসেম্বরের মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা। গত বৃহস্পতিবার আচরণবিধি নিয়ে প্রশ্ন করায় চট্টগ্রামে এক টিভি চ্যানেলের রিপোর্টারকে মারধর করে এ এমপি। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি নাসির উদ্দিন তোতার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন রেজা, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হক এবং সিইউজের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম প্রমুখ।

সিইউজে সভাপতি তপন চক্রবর্তী বলেন, মোস্তাফিজুর রহমানের এই ধরনের অপকর্ম এবারই প্রথম নয়। এর আগে তিনি মুক্তিযোদ্ধাদের মারধর করেছেন, নির্বাচনী কর্মকতাদের মারধর করেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করিয়েছেন। বারবার ছাড় পেয়ে এখন ধরাকে সরাজ্ঞান করছেন।
সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

×