ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক ফুটবলার মনসুর আহমেদ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস

প্রকাশিত: ২১:৩৯, ২৫ নভেম্বর ২০২৩

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক ফুটবলার মনসুর আহমেদ

এসএম মনসুর আহমেদ

সাবেক কৃতী ফুটবল খেলোয়াড় ও প্রশিক্ষক এসএম মনসুর আহমেদ গুরুতর অসুস্থ। তিনি গত প্রায় দুই মাস আগে স্ট্রোকজনিত কারণে ডিমেনশিয়ায় (স্মৃতিভ্রংশ) আছেন। বর্তমানে তিনি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিউরোলজি বিভাগের কেবিন ব্লকে ভর্তি আছেন। এর আগে তিনি ঢাকার পান্থপথে সমরিতা হাসপাতালে অধ্যাপক ডা. কাজী দীন মোহম্মদের অধীনে চিকিৎসাধীন ছিলেন। এরও আগে তিনি প্রায় ৩০ বছর ধরে ইউরিন ব্লাডার ক্যান্সারে ভুগছেন। বর্তমানে তার পরিস্থিতি অনেকটাই সংকটাপন্ন। পরিবারের সদস্যরা জানায়, খেলাধুলার জীবনে তিনি পাতিয়ালায় ফিফার কোচ হিসেবে ফুটবলার ডিপ্লোমা ডিগ্রিপ্রাপ্ত হন।

১৯৮৪ সালে ফিফা  আয়োজিত পাকিস্তানের পেশোয়ারে এশিয়ান জোন-২ এর প্রশিক্ষণে অংশগ্রহণ করে বিশেষ কৃতিত্বের পরিচয় দেন। এ সময় তার একাগ্রতা, ক্রীড়া কৌশল ফিফা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। তিনি খুলনার আবহানী ও ইয়ং মুসলিম ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন দীর্ঘদিন। এ ছাড়া তিনি ঢাকার ওয়ান্ডারার্স ক্লাব, মোহামেডানসহ বিভিন্ন দলের হয়ে ভালো খেলা দর্শকদের উপহার দিয়েছেন। তিনি ১৯৮৯ সালের ১৫ জুন বিকেএসপিতে প্রশিক্ষক বা কোচ হিসেবে যোগ দেন। তার কর্ম আমলেই ক্রীড়াবিদ গড়ে তোলার বাংলাদেশের এই জাতীয় প্রতিষ্ঠানটি ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে ভারতে ফুটবল অঙ্গনে চমক সৃষ্টি করে।

×