ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন মন্দীরের পুরোহিতরা 

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৬, ২২ অক্টোবর ২০২৩

পিরোজপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন মন্দীরের পুরোহিতরা 

পুরোহিতদের হাতে উপহার তুলে দেয়া হচ্ছে।

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের পুরোহিত ও তাদের পরিবারের জন‌্য প্রধানমন্ত্রীর পক্ষে শুভেচ্ছা উপহার পৌঁছে দিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। 

উপহারের মধ্যেছিল ধুতি, লুঙ্গি এবং শাড়ি। মন্দিরের জন্য ছিল দুই হাজার টাকা। পূজায় এসকল উপহার পেয়ে দারুন খুশি পুরোহিতরা। তারা বলেন, পূজার সময় এমন উপহার পেয়ে আমরা দারুন খুশি সেই সাথে সম্মানিত বোধ করছি।

এ ব্যাপারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক‌্য পরিষদের সভাপতি বাবুল হালদার বলেন, ‘এর আগে এমন উপহার পায়নি পুরোহিতরা। এ বছর এই উপহার পেয়ে তারা খুব খুশি। তাদের উৎসব হয়ে উঠেছে আনন্দমুখর।’

কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা ইসহাক আলীখান পান্না বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। প্রধানমন্ত্রীর নির্দেশে এলাকায় অবস্থান করে সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব নিরাপদ নির্বিঘ্ন রাখার সব ধরনের সহযোগিতা এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পুরোহিতদের পরিবারে পৌঁছে দিচ্ছি। তাদের আনন্দ উচ্ছাস সত্যিই উপভোগ্য।’

 

এম হাসান

×