ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতিকে মোহনগঞ্জে নাগরিক সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা

প্রকাশিত: ২২:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২৩

প্রধান বিচারপতিকে মোহনগঞ্জে নাগরিক সংবর্ধনা

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মোহনগঞ্জে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে বলেছেন, সংবিধান রাষ্ট্রের তিনটি অঙ্গ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ-এই তিনটি বিভাগের দায়িত্বে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি। এই তিনটি পায়ের ওপর ভর করে রাষ্ট্র দাঁড়িয়ে আছে। এই তিনটির মধ্যে যদি কোনো একটিও খারাপভাবে চলে তাহলে রাষ্ট্র ভালোভাবে চলতে পারে না। এদের প্রত্যেকের দায়িত্ব অনেক। এই তিনটির একটির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর মাননীয় রাষ্ট্রপতির কাছে আমি প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছি।  আমি সকলের কাছে দোয়া চাই, যে সংবিধানের শপথ নিয়েছি, সেই সংবিধান সংরক্ষণ করব, আইন সংরক্ষণ করব।
তিনি, বঙ্গবন্ধু ও তাঁর পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য ডা. আখলাকুল হোসাইন আহমেদ এর ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ের স্মৃতি তুলে ধরেন। শনিবার সকালে মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মোহনগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র ও নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. লতিফুর রহমান রতন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি চেয়ারম্যান ও নাগরিক কমিটির সদস্য সচিব মোতাহার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। বক্তব্য রাখেন জেলা দায়রা জজ, শাজাহান কবির, জেলা প্রশাসক সাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, অ্যাডভোকেট শামছুর রহমান লিটন।

×