ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রাহায়ণ ১৪৩০

গোবিন্দগঞ্জে সাত শতাধিক মানুষের চলাচলের রাস্তায় প্রভাবশালীর দেওয়া

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

প্রকাশিত: ২২:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩

গোবিন্দগঞ্জে সাত শতাধিক মানুষের চলাচলের রাস্তায় প্রভাবশালীর দেওয়া

উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতি গ্রামে চলাচলের রাস্তায় ইটের দেওয়াল

গ্রামের সাত শতাধিক মানুষের বেরুনোর একমাত্র রাস্তাটি তাদেরই ছেড়ে দেওয়া জায়গার ওপর নির্মিত। কিন্তু সম্প্রতি ওই রাস্তাটির একটি বড় অংশে দেওয়াল তুলে বন্ধ করে দিয়েছেন প্রভাবশালী ব্যক্তি। এ অভিযোগে এবং রাস্তাটি খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার গ্রামবাসী বিক্ষোভ করেছেন। ঘটনাটি গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতি গ্রামের।
শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জানান, অনেক অনুরোধ করলেও তিনি কারও কোনো অনুরোধই গ্রাহ্য করেছেন না।      
এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী মঙ্গলবার ওই স্থানে বিক্ষোভ প্রদর্শন করেছেন। অর্ধসহস্রাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে অবিলম্বে রাস্তাটি চলাচলের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন ইউপি সদস্য ছাইদুর রহমান ও তৌফিজুর রহমান, শাখাহাতি গ্রামের বাসিন্দা ফয়জুর রহমান, আজিজুর রহমান, হবিবর রহমান, শরিফ, মিঠু, আব্দুল খালেক প্রমুখ।