ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

যশোরে আলুর মজুত ১১ হাজার মেট্রিক টন

​​​​​​​স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ২১:৫১, ২৫ সেপ্টেম্বর ২০২৩

যশোরে আলুর মজুত ১১ হাজার মেট্রিক টন

.

যশোরের দশটি কোল্ড স্টোরে এখনো পর্যন্ত মজুত রয়েছে ১১ হাজার মেট্রিকটন আলু। তারপরও দাম কমছে না খুচরা বাজারে। কারণ হিসেবে ব্যবসায়ী প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, মজুতদাররা স্টোরের আলু ইচ্ছে করে ছাড়ছে না। দাম কমাতে প্রশাসনিক চাপাচাপিতে তারা এই অপকৌশল অবলম্বন করেছে।

মজুতকৃত ১১ হাজার মেট্রিকটন আলু দিয়ে নতুন আলু বাজারে আসা পর্যন্ত যশোরের মানুষের চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম। তিনি দাবি করেছেন, তাদের তদারকি না থাকলে যশোরের বাজার থেকে আলু কিনতে হতো ৬০ টাকা কেজিতে। বেশ কিছুদিন ধরে সারাদেশে আলুর বাজার অস্থির হয়ে উঠেছে। তা থেকে বাদ যায়নি যশোরও। দীর্ঘদিন ধরে যশোরের মানুষকে প্রতি কেজি আলু ৪৫ টাকা দরে কিনতে হচ্ছে। দুএকদিনের জন্য ৪৮ টাকায়ও আলু বিক্রি হয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন।

×