
অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৭ লাখ টাকা জরিমান আদায়
ঢাকার সাভারের বলিয়ারপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র অনুমোদন ছাড়া কৃষি জমি, জলাশয় ও খাল ভরাট করে অবৈধভাবে আবাসন প্রকল্প তৈরী করেছে জমজম নূর হাইজিং।
বুধবার ওই এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে রাজউক’র ভ্রাম্যমান আদালত। এ সময় খালের বালু অপসারণ ও প্রকল্পের সাইট অফিসসহ একাধিক ভবন উচ্ছেদ করা হয়। অবৈধভাবে জলাশয় ও খাল ভরাট করায় জমজম নূর হাউজিংসহ স্থানীয় ভবন মালিকদের ৭ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে ভরাটকৃত খাল এবং জলাশয়ের বালু অপসারণের নির্দেশনা দেয়া হয় অভিযুক্ত হাউজিংকে।রাজউকের পরিচালক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ্ ইয়া খাঁনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা, উপ-নগর পরিকল্পনাবিদ জোন ৩ মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবিল আয়াম, অথরাইজড অফিসার মো: হাসিবুল হাসান, সহকারী নগর পরিকল্পনাবিদ মো: আশিকুজ্জামান, সহাকারী নগর পরিকল্পনাবিদ এবং জোন-৩ এর বিল্ডিং ইন্সপেক্টর, সার্ভেয়ার সহ অন্যান্য কর্মকর্তারা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ্ ইয়া খাঁন সাংবাদিকদের বলেন, ‘অবৈধভাবে বালু ভরাট ও রাজউকের অনুমোদন ব্যতীত হাউজিং কার্যক্রম পরিচালনা করার অভিযোগে জমজম নূর হাউজিংকে পাঁচ লক্ষ টাকা এবং একজন ভবন মালিকের কাছ থেকে দুইলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় দুইটি বৈদ্যুতিক মিটার জব্দ করে পল্লী বিদ্যুৎ সমিতিকে হস্তান্তর করা হয়।
এছাড়াও খাল এবং জলাশয়ে বালু ভরাটকৃত জায়গা আগামী ১৫ দিনের মধ্যে অভিযুক্ত হাউজিংকে নিজ দায়িত্বে অপসারণ করার জন্য নির্দেশনা দেয়া হয় এবং তারা নিজ দায়িত্বে বালু ভড়াটসহ সকল ধরণের কার্যক্রম বন্ধ রাখবে মর্মে অংগীকারনামা প্রদান করেছে।
এস