ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রাহায়ণ ১৪৩১

কক্সবাজারে আগস্ট মাসে ৬৭ জন নারী ধর্ষণের শিকার 

প্রকাশিত: ১৬:১৭, ৭ সেপ্টেম্বর ২০২৩

কক্সবাজারে আগস্ট মাসে ৬৭ জন নারী ধর্ষণের শিকার 

ধর্ষণ। 

কক্সবাজারে গত আগস্ট মাসে ধর্ষণের শিকার হয়ে ৬৭ জন নারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসে (ওসিসি) দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স রুনা লায়লা। 

এদিকে, জেলা প্রশাসনের এক প্রতিবেদনে আগস্টে ২৬ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে উঠে এসেছে। যেখানে প্রথম দুই সপ্তাহে ১৫ জন এবং শেষ দুই সপ্তাহে ১১ নারী ধর্ষণের শিকার হন। 

গত ৪ সেপ্টেম্বর রাতে কক্সবাজার শহরে কটেজে তিন নারী ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে দুজন নৃত্যশিল্পী ঢাকা থেকে কক্সবাজার এসেছিলেন একটি প্রোগ্রামে। অপরজন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের বাসিন্দা। 

গণমাধ্যমকে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘কক্সবাজারের পর্যটন জোনে পৃথক স্থানে তিন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পৃথক দুটি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সোলাইমান শামীম (২৩) ও সদর উপজেলার খুরুশকুল মেহেদী পাড়া এলাকার খালেক।’

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রেমঘটিত বিষয়, বিয়ের প্রলোভন কিংবা দুজনের সম্মতিতে যৌন সম্পর্কের ঘটনায় পরবর্তীতে ধর্ষণ মামলা করা হচ্ছে। আমরা যখন তদন্ত করি তখন এসব বিষয় উঠে আসে। তবে কিছু কিছু মামলায় জোর করে ধর্ষণের প্রমাণ মেলে।’

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×