ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দাউদকান্দিতে তীব্র তাপদাহে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ২১:৩৮, ৬ জুন ২০২৩; আপডেট: ২১:৪২, ৬ জুন ২০২৩

দাউদকান্দিতে তীব্র তাপদাহে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

শিক্ষার্থী হাবিবা আক্তার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার (১২) তীব্র তাপদাহে শ্রেণি কক্ষে অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেওয়া পর তার মৃত্যু হয়৷

হাবিবা আক্তার তিতাস উপজেলার চান্দ-নাগেরচর গ্রামের জিয়াউল হক ও চান্দ-নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদা আক্তারের মেয়ে৷

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম জানান, আজ দুপুরে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার ক্লাস চলাকালীন সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার সহপাঠীরা তাকে কোলে করে অফিস রুমে নিয়ে আসলে দু'জন শিক্ষক দিয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় দাউদকান্দি উপজেলার (গৌরীপুর) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত্বতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করলে পথেই তার মৃত্যু হয়৷

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘হাবিবা আক্তার নামের স্কুল ছাত্রীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। কি কারনে অসুস্থ, অতিরিক্ত গরমে নাকি ফুডপয়জিং সেটা সঠিক ভাবে বলা যাচ্ছে না। এখানে আনার পর মুখ দিয়ে লালা ও ফেনা জাতীয় কিছু বের হচ্ছিল। পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ঢাকায় পাঠানো হলে নেয়ার পথেই সে মারা যায়।’

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ওসি) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, ‘হাসপাতাল থেকে বিষয়টি শোনার পর বিদ্যালয়ে আমার অফিসার পাঠিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান জানান, ‘গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়টি আমি শুনে তাৎক্ষণিক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে তদন্ত করে দ্রুত একটি প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি৷’

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×