ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

চট্টগ্রামে ১৪ দলের গণসমাবেশে মারামারি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২১:৩৮, ৩১ মে ২০২৩

চট্টগ্রামে ১৪ দলের গণসমাবেশে মারামারি

লালদীঘি মাঠ সংলগ্ন জেলা পরিষদ চত্বরে বুধবার বিকেলে ১৪ দলের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি

লালদীঘি মাঠসংলগ্ন জেলা পরিষদ চত্বরে ১৪ দলের সমাবেশে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, মারামারি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোটবদ্ধভাবে সক্রিয় হওয়ার প্রক্রিয়ায় দীর্ঘদিন পর এটিই ছিল ১৪ দলের প্রথম সমাবেশ। কিন্তু শুরুতেই ঘটে আওয়ামী লীগের অভ্যন্তরে চলে আসা বিরোধের বহির্প্রকাশ। ক্ষমতাসীন দলে সক্রিয় রয়েছে বেশ কটি গ্রুপ, উপগ্রুপ। এ অংশগুলো নিজেদের শক্তির জানান দিতে তৎপর। বুধবারের এ সমাবেশেও সেটিই দেখা গেল।

সিএমপির কোতয়ালি থানার ওসি জাহিদুল কবীর জানান, জেলা পরিষদের সামনে ১৪ দলের সমাবেশে মিছিল নিয়ে আসার সময় সমাবেশস্থলের সামনে এমইএস কলেজের সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু ও পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে দু’গ্রপের ইটপাটকেল ছোড়াছুড়িতে ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম মাথায় আঘাত পান। পরে সিনিয়র নেতারা ও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
প্রসঙ্গত, দীর্ঘদিন পর চট্টগ্রামে ১৪ দলের গণসমাবেশ নিয়ে শরিকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল। চট্টগ্রামবাসীও লালদীঘির পাড়ে জেলা পরিষদ মার্কেটের সামনে ১৪ দলের গণসমাবেশ নিয়ে ছিলেন ব্যাপক উৎসাহী। কিন্তু সমাবেশে নিজ নেতার পক্ষে স্লোগান দেওয়াকে কেন্দ্র বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি, মারামারি ও চেয়ার ছোড়াছুড়ি। তবে এতে সমাবেশ প- হয়নি। শীর্ষ নেতাদের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আবার সমাবেশ শুরু হয়ে তা যথারীতি শেষ হয়।