
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রার্থীদের প্রচারে গতি বেড়েছে
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রার্থীদের প্রচারে গতি বেড়েছে। শুক্রবার নগরীর মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তারা এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা চান। এদিকে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আনোয়ারুজ্জামানকে বিজয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। যে সব সমস্যার কারণে বিগত সময়ে আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান নির্বাচনে পরাজিত হয়েছিলেন, সে বিষয়গুলো গুরুত্ব দিয়েই আনোয়ারুজ্জামানের নির্বাচন সফল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে স্থানীয় নেতাকর্মীদের নির্বাচন পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে অসহযোগিতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট ধর্মীয় সম্প্রীতির একটি গৌরবময় অঞ্চল। আমাদের এ অঞ্চলের সকল মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে। তিনি আরও বলেন, নৌকার পক্ষে দলের সকল পর্যায়ের নেতাকর্মী আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। নির্বাচন ইস্যুতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার আস্থার সম্মান রাখব। স্মার্ট নগরী গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
আগামী ২১ জুনের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে সিলেটকে একটি স্মার্ট ও আধুনিক নগরী গড়ে তোলার জন্য মনিপুরী সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দেশ। এদেশে সব ধর্মের মানুষ নিজেদের নাগরিক অধিকারসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করছেন যা রাষ্ট্র নিশ্চিত করেছে। শুক্রবার সকালে সমন্বিত মনিপুরী সমাজের উদ্যোগে আয়োজিত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মনিপুরী সমাজের জ্যেষ্ঠ পুরোহিত বেনু ভূষণ ব্যানার্জির সভাপতিত্বে এবং রবিকিরণ সিংহ রাজেশের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মনিপুরী পঞ্চায়েতের সাম্বাসা (সেক্রেটারি) পরিমল সিংহ। বক্তব্য রাখেন উত্তম সিংহ রতন, সমেন্দ্র সিংহ, জি অশোক শর্মা, প্রশান্ত কুমার সিংহ, ফলেম নরেন, উপেন্দ্র সিংহ প্রমুখ।
এছাড়া আনোয়ারুজ্জামান চৌধুরী লামাপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে নগরীর প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে কাজ শুরু করব। নগরীর পরিকল্পিত উন্নয়ন নগরবাসীকে সুবিধা দেবে। সবার সহযোগিতা নিয়ে এই নগরীকে সুন্দর করে সাজাব, ইনশা আল্লাহ।
১১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ॥ নির্বাচনে কাউন্সিলর পদে ৩৭৬ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাছাইবাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। একইদিন সকালে মেয়র পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, কাউন্সিলর পদে ২৮৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে যাচাই বাছাইকালে ছয়জনের মনোনয়ন বাতিল হয়। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৯ জনের মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।