ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মোখার তেমন প্রভাব নেই বরিশালে

স্টাফ রিপোর্টার, বরিশাল 

প্রকাশিত: ২০:২৫, ১৪ মে ২০২৩

মোখার তেমন প্রভাব নেই বরিশালে

বরিশাল লঞ্চঘাট

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার তেমন কোনো প্রভাব এখনও দেখা যাচ্ছেনা বরিশালে। গত দুইদিন ধরে জেলার আকাশ কখনও মেঘলা আবার কখনও রৌদ্রজ্জ্বল যাচ্ছে। শনিবার বিকেল বরিশালের আবহাওয়া গুমোট ছিলো। তবে রবিবার সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা, পাশাপাশি বাতাসের সামান্য গতি বেড়েছে।

রবিবার বিকেলে বিভাগীয় আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাজাহারুল ইসলাম বলেন, মোখার প্রভাব এখনও দেখা যাচ্ছেনা। তবে দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা ছিল। যদিও এখনও সেটি হয়নি। এদিকে মোখা মোকাবেলায় আগে থেকেই সজাগ রয়েছে প্রশাসন। বরিশাল থেকে সবধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান জানিয়েছেন, বিভাগের মধ্যে শনিবার রাত পর্যন্ত বরিশাল ছাড়া পাঁচ জেলার আশ্রয়ণ কেন্দ্রগুলোতে ৮ হাজার ৫০ জন পুরুষ, ৮ হাজার ৭২৭ জন নারী ও ২ হাজার ৪০৯ জন শিশু আশ্রয় নিয়েছিলেন। তাদের শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার সকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি দেখে অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছেন।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার