ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাচার কালে প্রণোদনার সার ও বীজ আটক

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও 

প্রকাশিত: ১৮:০৪, ৩০ মার্চ ২০২৩

পাচার কালে প্রণোদনার সার ও বীজ আটক

প্রণোদনার সার ও বীজ

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রণোদনার সার ও বীজ আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবগঞ্জ রেলগেইট এলাকা থেকে প্রণোদনার ২২ বস্তা সার ও ৭ বস্তা বীজ ধান আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা যায়, উপজেলার ৬ হাজার কৃষকের মাঝে সরকারি প্রণোদনার সার ও আউশ বীজ বিতরণ কালে স্থানীয় কয়েকজন বিএডিসির খুচরা সার বিক্রেতা কৃষি উপকরণ গুলো কৃষকের হাতে না দিয়ে গুদামজাত করার লক্ষে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ সার ও বীজ  জব্দ করে গুদামে নিয়ে আসে। 

উপজেলা কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, কৃষক পর্যায়ে ভর্তুকির সার ও বীজ ধান বিতরণ কালে একটি অসাধু চক্র কৃষকদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ২২ বস্তা সার ও ৭ বস্তা বীজ ধান আটক করা হয়। 

প্রণোদনার অংশ হিসেবে প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি আউশ বীজ ধান বিনা মূল্যে বিতরণ করা হয়। কৃষকের সঙ্গে প্রতারণা করে খুচরা সার ডিলাররা বীজ ধান ও সার কম দামে কিনে নিয়ে যায়। এ ঘটনায় পৌরসভার বিএডিসির খুচরা ডিলার জসিম উদ্দিন, মশাখালী এলাকার রুকন উদ্দিন ও ধোপাঘাট এলাকার নুরুল আমিন এই তিন ডিলারের লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান বলেন, কৃষকের বীজ ও সার প্রতারণা করে নিয়ে যাওয়ার পথে এগুলো আটক করে গুদামজাত করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত পূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এমএস

×