
নিহত ছাত্র
ইদুর নিধনের জন্য আগে থেকেই ধানের ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলো এক কৃষক।
আর সেই ফাঁদে পরে ষষ্ঠশ্রেনীতে পড়ুয়া স্কুলছাত্র জাহিদুল খানের মৃত্যু হয়। নিহত জাহিদুল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নান্দিকাঠি এলাকার রিপন খানের ছেলে এবং ওই এলাকার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে বাড়ির কাছে শীতলপাড়া নামক এলাকায় মাছ ধরতে যায় ১২ বছর বয়সী জাহিদুল। মাছের ঘেরের পাশেই ছিলো ওখানকার এক কৃষকের ইরি ধানের ক্ষেত। ক্ষেতের ধান ইদুরে যাতে নষ্ট না করে সেজন্য কৃষক বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলো। মাছমারার এক পর্যায়ে ঘের সংলগ্ন ধানেরক্ষেতে ঢুকে যায় জাহিদুল। এসময় বৈদ্যুতিক ফাঁদে পা পরে জাহিদুলের। আর এতেই মৃত্যু হয় তার।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. আতাউর রহমান জানান , ধানক্ষেতে বৈদ্যুতিক তারে জড়িয়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছি । মরদেহটি বুধবার রাতেই উদ্ধার করা হয়েছে ।
ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
টিএস