
বাই সাইকেল বিতরণ
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা(পার্বত্য চট্টগ্রাম ব্যাতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে ১ম ও ২য় কিস্তি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাই সাইকেল ও বৃত্তি প্রদানকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রামান সানি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী ও উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
টিএস