ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

ঝিনাইগাতীতে যান্ত্রিকরণের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি , ঝিনাইগাতী

প্রকাশিত: ১৯:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২৩

ঝিনাইগাতীতে যান্ত্রিকরণের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন

চারা রোপণ করা হচ্ছে

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি প্রণোদনার আওতায় সমলয়ে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রাইসার ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইগাতীর বাস্তবায়নে উপজেলার ধানশাইল গ্রামের কৃষক শফিকুল ইসলামের জমিতে বোরো ধান (তেজগোল্ড) এর চারা রোপণের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুকল্প দাস। এ সময় জেলা কৃষি প্রকৌশলী শিবানী রানী, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপসহকারি শাহরিয়ার শামিমসহ অন্যান্য উপসহকারি কর্মকর্তাগণ, স্থানীয় কৃষকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

প্রথম বারের মতো ওই এলাকায় ৬০ জন কৃষকের ৫০ একর জমি ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, ‘সময় কম লাগায় একই সময়ে একই জাত রোপন ও কাটার সুবিধা থাকায় সমলয় পদ্ধতিতে চারা রোপণে অধিকতর লাভবান হবে কৃষক। আমরা উপজেলা পর্যায়ে কৃষকদের সার্বিক সহযোগীতা করে যাচ্ছি।’ 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, শেরপুরের উপ-পরিচালক সুকল্প দাস বলেন, ‘শ্রমিক সংকট থাকায় খরচ বেশী হয়। এক্ষেত্রে সময় অপচয় রোধ, অল্প সময়ে অধিক জমি রোপনের ক্ষেত্রে ব্যাপকভাবে সহযোগীতা করবে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করা। তাতে কৃষকদের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হবে। এতে কৃষকরা হবে অধিক লাভবান। ভবিষ্যতে এর ব্যবহার অধিকতর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।

এমএইচ

monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

সৌদিতে রমজানের চাঁদ দেখা যায়নি
কাউন্টারে নয়, ঈদে ট্রেনের টিকিট অনলাইনে
দুবাইয়ে গ্রেপ্তার হননি আরাভ খান
পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয় :ওবায়দুল কাদের
একনেকে ৯ প্রকল্প অনুমোদন
দেশবরেণ্য ভাস্কর শামীম শিকদার আর নেই
বিএনপি থেকে শওকত মাহমুদ বহিষ্কার
দেশে চালের অভাব নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা :খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান
সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন ৬ এপ্রিল
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট চেম্বার আদালতে খারিজ
শিবচরে ১৯ জনের প্রাণহানি,৩১ যানবাহনের বিরুদ্ধে মামলা
কর্মীদের চীনা ভিডিও অ্যাপ টিকটক ডিলিট করতে বলল বিবিসি