
ভারতীয় এয়ার গান উদ্ধার
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় অত্যাধুনিক ৬ টি এয়ারগান উদ্ধার করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্ত থেকে এয়ারগানগুলো উদ্ধার করা হয়।
ওইদিন রাত ১০ টায় চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি’র পরিচালক শাহ মো. ইশতিয়াক পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলার সীমান্ত দিয়ে পাচারকারী চক্র ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অস্ত্র পাচার করবে।
এমন খবরের ভিত্তিতে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ীর কমান্ডার নায়েব সুবেদার ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের ৮৬ নং পিলারের কাছে বেদেপোতা মাঠে স্থানে অবস্থান নেয়।
ঘটনার সময় ভারত সীমান্ত পাড়ি দিয়ে দুইজন ব্যক্তি মাথায় কার্টুন নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি তাদেরকে ধাওয়া করে। এ সময় তার দুটি কার্টুন ফেলে ভূট্টা ক্ষেতের মধ্যে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা কার্টুন থেকে ৬টি অত্যাধুনিক ভারতীয় এয়ারগান উদ্ধার করে।
তিনি আরও জানান, অস্ত্র আইনে মামলাসহ উদ্ধারকৃত এয়ারগানগুলো দর্শনা থানায় জমা দেয়া হয়েছে।
টিএস