ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

উপনির্বাচন: সাত্তারের প্রধান প্রতিদ্বন্দ্বী আসিফ নিখোঁজ

প্রকাশিত: ১৮:০১, ২৯ জানুয়ারি ২০২৩

উপনির্বাচন: সাত্তারের প্রধান প্রতিদ্বন্দ্বী আসিফ নিখোঁজ

আবু আসিফ। ফাইল ছবি। 

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফের খোঁজ মিলছে না। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত থেকে আসিফ ‘নিখোঁজ’ রয়েছেন।

 রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে  সাংবাদিকদের এ তথ্য জানান আবু আসিফেরস্ত্রী মেহেরুন্নিছা।

এর আগে গত বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত থেকে ‘নিখোঁজ’ রয়েছেন আসিফের শ্যালক ও তার নির্বাচন পরিচালনাকারী কমিটির প্রধান সমন্বয়ক শাফায়েত হোসেন (৩৮)। 

আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে অংশ নেয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

মূলত উপনির্বাচন ঘিরে সর্বত্র আলোচনা বিএনপির দলছুট নেতা ও সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তারকে নিয়ে। তিনি এ আসন থেকে বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছিলেন। তবে দলের সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করেন তিনি। পরবর্তীতে নিজের ছেড়ে দেয়া আসনের উপনির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কেনায় তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

 

এমএম 

×