ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজ থেকে ফেরার পথে ৩০ অটোরিকশায় ডাকাতি

প্রকাশিত: ১৭:২৮, ২৭ জানুয়ারি ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজ থেকে ফেরার পথে ৩০ অটোরিকশায় ডাকাতি

সিএনজি আটক করে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে প্রায় ৩০টি সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) ভোরে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বুড়ইউরি গ্রামের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় যাত্রীদের মোবাইল ফোন, স্বর্ণালংকার ও প্রায় তিন লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা। সেই সঙ্গে 

আহতরা হলেন- মো. আলফাজ মিয়া, ফয়েজ মিয়া, ছোয়াব মিয়া, আলাল মিয়া, রমজান মিয়া, জোবাইদ মিয়া, আনালক মিয়া, আবু কালাম মিয়া, ভুট্টু মিয়া, হৃদয় মিয়া, আনাল হক, সাদ্দাম মিয়া, আনোয়ারা বেগম, শরিয়া বেগম, ইন্তেজ আলী, মো. লায়েছ মিয়া, ফায়েজ মিয়া ও আব্দুল মালেক মিয়া। তবে অন্যান্যদের নাম জানা যায়নি।

চাপৈরতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. এম মনসুর আলী বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চাপৈরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতির বাড়িতে ওয়াজ শুনতে হাজারও ভক্ত জড়ো হয়। ওয়াজ শেষে রাত ৪টার দিকে বাড়িতে ফেরার পথে ২০-২৫ জনের একটি ডাকাত দল যাত্রীবহনকারী ৩০টি সিএনজিচালিত অটোরিকশা আটক করে।’

তিনি বলেন, ‘শতাধিক যাত্রীকে নামিয়ে সড়কের পাশের জমিতে নিয়ে চোখ বেঁধে ফেলে। পরে সবার কাছ থেকে মোবাইল, নারীদের স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে নেয়। ডাকাতির সময় যাত্রীদের উদ্ধার করতে গিয়ে সাদ্দাম মিয়া নামে এক যুবকের হাতে রামদা দিয়ে আঘাত করলে তার চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া গুরতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।’

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ‘ভোর রাতে চাপড়তলা ইউনিয়নের বড়ইউরি গ্রামের পাশে ডাকাতি হয়। এ সময় তিনজন আহত হন। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

এমএইচ

monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

পুনরায় দূতাবাস চালু করছে সৌদি ও সিরিয়া
ইন্টারপোলের রেড নোটিসের তালিকায় আরাভ খান
বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে, নিহত ২
রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৭৪
এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘন করায় ৮৪ মামলা
লোকসভার সাংসদ পদ হারালেন রাহুল গান্ধী
বিএনপির আভ্যন্তরীণ রাজনীতিতে ফখরুলদের মতপ্রকাশের স্বাধীনতা নেই :ওবায়দুল কাদের
খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
রাজা তৃতীয় চার্লসের ফ্রান্স সফর স্থগিত
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ১১
রাজধানীতে স্কুল শিক্ষিকার আত্মহত্যা
প্রথম দিনেই জমে উঠেছিলো রাজধানীর ইফতার বাজার
ক্যানসার ফাউন্ডেশন চালু করলেন সাকিব
রমজানে বিএনপির কর্মসূচি ঘোষণা
ভারতকে হারিয়েছে বাংলাদেশ