ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে শিবিরের সাবেক নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

প্রকাশিত: ২০:৫৪, ১৫ ডিসেম্বর ২০২২

চাঁদপুরে শিবিরের সাবেক নেতা গ্রেপ্তার

খান মো. নিয়াজ মোর্শেদ

চাঁদপুরে বিষ্ফোরক ও হত্যা মামলার এজহারভুক্ত আসামি শিবিরের সাবেক নেতা খান মো. নিয়াজ মোর্শেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নাজিরপাড়া এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াছিন।

নিয়াজ মোর্শেদ শহরের নাজির পাড়া এলাকার বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। তিনি বর্তমানে শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেন। এর আগেচাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষক ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৩ সালের ৩ ডিসেম্বর চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়ের শিল্পকলা একাডেমির সামনে ১৮ দলীয় জোটের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রদল ও ছাত্র শিবিরের দুই কর্মী নিহত এবং চার পুলিশ আহত হওয়ার ঘটনায় চাঁদপুর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার ১৩ জন শিবির কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সাড়ে ৪শ’ জনকে আসামী করে পৃথক দু’টি মামলা দায়ের করেন। এর মধ্যে একটি মামলা বিষ্ফোরক দ্রব্য আইনে ও অপরটি হত্যা মামলা। এই দুই মামলায় এজহারভুক্ত আসামী শিবিরের সাবেক নেতা খান মো. নিয়াজ মোর্শেদ।

গ্রেপ্তার খান মো. নিয়াজ মোর্শেদ জানান, আমি এখন আর শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নেই। বর্তমানে আমি গণ অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, বিষ্ফোরক ও হত্যা মামলার এজহারভুক্ত আসামি হলেন খান মো. নিয়াজ মোর্শেদ। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার