ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

যাত্রীবাহী বাস চাপায় নিহত ৩

প্রকাশিত: ২১:০৫, ৫ ডিসেম্বর ২০২২; আপডেট: ২১:২০, ৫ ডিসেম্বর ২০২২

যাত্রীবাহী বাস চাপায় নিহত ৩

বগুড়ায় বাস চাপায় নিহত ৩

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে যাত্রীবাহী বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। 

সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঘোগা বটতলা এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন।

তিনি বলেন, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঘোগা বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভটভটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এসময় আহত হন আরও ৬ জন। 

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাইম (২৭) নামে এক ভটভটির যাত্রীর মৃত্যু হয়।

নিহত অন্য দুজন হচ্ছেন ভটভটির যাত্রী প্রাণ কোম্পানির বিপণন ব্যবস্থাপক ও শেরপুর শহরের কর্মকারপাড়ার বাসিন্দা গোপাল সরকার (৩২) এবং ভটভটিচালক আল আমিন (৩০)। 

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×