ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বিআরটিসি বাসে ৪৮টি কচ্ছপ 

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৩:০৬, ২৬ নভেম্বর ২০২২

বিআরটিসি বাসে ৪৮টি কচ্ছপ 

উদ্ধারকৃত কচ্ছপ। ছবি: জনকণ্ঠ

কুয়াকাটা থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস থেকে ৪৮ টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৬ নভেম্বর) সকাল সাতটায় আ্যনিমেল লাভার্স টিম পটুয়াখালীর কলাপাড়া প্রতিনিধি রাকায়েত আহসানের নেতৃত্বে এই কচ্ছপ কলাপাড়া বিআরটিসি কাউন্টার সংলগ্ন বাস থেকে উদ্ধার করা হয়। 

বনবিভাগের সহায়তায় উদ্ধার করা কচ্ছপ নদীতে অবমুক্ত করা হবে। জানা গেছে, মিঠা পানিতে বাস করা এ প্রজাতির কচ্ছপ এখন ডিম দেয়ার জন্য পুকুর-খাল থেকে উঠে আসে।  তখন শিকারিরা ধরে পাচার করছিল বলে রাকায়েত আহসান জানান। 

এসআর

×