ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, নাটোর

প্রকাশিত: ১৪:৩২, ২২ নভেম্বর ২০২২

নাটোরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ককটেল বোমা

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় সোমবার রাতে ৫টি শক্তিশালী ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ ওহাব মন্ডল নামে বিএনপি’র এক কর্মীকে গ্রেপ্তার করেছে। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া ককটেল বিস্ফোরনের পর খবর পেয়ে পুলিশ একই এলাকায় রাত ৮ টা ৫০ মিনিটে অভিযান চালিয়ে আরও ৮ টি শক্তিশালী ককটেল বোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিএনপি’র ২০ নেতাকর্মীর নামসহ ১৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

নাটোর সদর থানা সূত্রে জানা যায়, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে থানায় কল করে জানানো হয়, ডাঙ্গাপাড়া এলাকায় বোমা বিস্ফোরিত হয়েছে। খবর পেয়ে পুলিশ ডাঙ্গাপাড়া বাজারের পাশে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তির নির্মাণাধীন চায়ের দোকানে গিয়ে সেখান থেকে ৮টি ককটেল উদ্ধার করে। 

স্থানীয় লোকজন পুলিশকে জানান, কিছুক্ষণ আগে সেখানে পাঁচটি ককটেলের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ওহাব মন্ডল নামের বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম ককটেল উদ্ধারের খবরের সত্যতা নিশ্চিত করেন। 

তিনি আরও জানান, এ ঘটনায় গতকাল রাতেই একটি মামলা হয়েছে। বিস্তারিত জানার জন্য তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এরশাদ আলীর সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। পরে ওই কর্মকর্তাকে কল করলে তিনি তা ধরেননি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, এ ঘটনার পর বাড়তি সতর্কতা গ্রহন করা হয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনায় সম্ভাব্য আর কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে ।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম জানান, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে 
বিএনপি’র মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলাজুড়ে বিএনপির কর্মীরা উজ্জীবিত হয়েছেন। তাঁদের ভয় দেখানোর জন্য পরিকল্পিতভাবে বিস্ফোরক উদ্ধার, শব্দ শোনার সাজানো নাটক মঞ্চস্থ করা হচ্ছে। এসব ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে একই সময় জেলার লালপুর উপজেলার গোপালপুর বাজারে বিএনপির কার্যালয়ের সামনে থেকে চারটি ককটেল ও দুটি পেট্রলবোমা উদ্ধারের কথা জানায় পুলিশ। এ ঘটনায় বিএনপির ৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। এই ঘটনাকে সাজানো নাটক বলে দাবি করছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। 

টিএস

×