ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

পটিয়ায় দুই সন্তানের জননীর পরকিয়া, গ্রেফতার-২

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, চট্টগ্রাম

প্রকাশিত: ১৬:০২, ২০ নভেম্বর ২০২২

পটিয়ায় দুই সন্তানের জননীর পরকিয়া, গ্রেফতার-২

পরকিয়া করার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেফতার

পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর গ্রামের শেখ মোহাম্মদ পাড়া এলাকার সিএনজি চালক নুরুল আবছারের স্ত্রী পরকিয়া করার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছেন। তারা হলেন- কচুয়াই ফারুকী পাড়া এলাকার প্রদীপ সিকদারের পুত্র রাহুল সিকদার সায়েম (২৫) ও ভাটিখাইন ইউনিয়নের করল গ্রামের আবু তাহেরের পুত্র মো. ইউনুছ (২৬)। রবিবার ভোরে চট্টগ্রাম নগরীর বহর্দ্দারহাট কালারপোল এলাকার একটি বাসা থেকে পটিয়া থানা পুলিশ তাদের দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। 

জানা গেছে, উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের মোস্তফিজুর রহমানের কন্যার সঙ্গে ২০১৪ সালে কচুয়াই ইউনিয়নের শেখ পাড়া গ্রামের আবদুল কাদেরের পুত্র নুরুল আবছারের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। এর মধ্যে দুই সন্তানের জননী আছমা বেগম নিপা (২৭) কচুয়াই ফারুকী পাড়া গ্রামের রাহুল সিকদারের সঙ্গে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে স্বামী গাড়ি চালক নুরুল আবছারের সঙ্গে আছমার পারিবারিক অশান্তি শুরু হয়। 

এক পর্যায়ে স্বামীর পরিবার ছেড়ে চলতি বছরের ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় উধাও হয়ে যায়। পরে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গাড়ি চালক নুরুল আবছার বাদী হয়ে রাহুল সিকদার, আছমা বেগম নিপা, পারভীন আকতার, শ্যালী আকতার, মো. ইউনুছ, মো. ফারুককে বিবাদী করে একটি মামলা করা হয়। এ মামলায় দীর্ঘ ২ মাস ১৮ দিন পর রাহুল, মো. ইউনুছ ও আছমা বেগমকে গ্রেফতার করেছে। 

পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানিয়েছেন, পরকিয়া করে দুই সন্তানের জননী গা ঢাকা দেওয়া সংক্রান্তে আদালতে একটি মামলা হলে পরবর্তীতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়েছে। 

টিএস

সম্পর্কিত বিষয়:

×