
যুবদলের সা. সম্পাদক শাকিল
ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ১৫ অক্টোবর বিএনপির ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশের দিন নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় সংর্ঘষের ঘটনায় দায়ের করা মামলায় শাকিলকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) বিকেলে নগরীর নতুনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাত সোয়া ৮টার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।
এ ব্যাপারে মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু বলেন, ওই মামলার এজাহারে শাকিলের নাম নেই। অবিলম্বে যুবনেতা শাকিলের মুক্তি দাবি করছি।
যুবদল নেতাকর্মীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শেষে নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বাসায় ফিরছিলেন শাকিল। এ সময় নতুনবাজার মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এমএস