ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নার্সের ওপর হামলা, গ্রেফতার যুবক

স্টাফ রিপোর্টার, রাজশাহী 

প্রকাশিত: ২১:০৭, ২৬ সেপ্টেম্বর ২০২২

নার্সের ওপর হামলা, গ্রেফতার যুবক

গ্রেফতার

রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্সের ওপর হামলার ঘটনায় মেহেদি হাসান (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার দুপুরে আদালত এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতার মেহেদি হাসান উপজেলা সইপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই হামলার ঘটনায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিক্যাল অফিসার বাদী হয়ে মামলা করেছিলেন।  

থানায় মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের চেষ্টা করছিল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, মামালার আগাম জামিন নিতে আদালত এলাকায় অবস্থান করছেন ওই আসামি। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি তৌহিদুল ইসলাম আরও বলেন, মেহেদিকে গ্রেফতারের পর দুপুরে চার দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে তাকে আদালতে ওঠানো হয়েছিল। আর তার আইনজীবী জামিন আবেদন করেছিলেন। এ সময় আদালত আসামির জামিন নামুঞ্জর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড শুনানি পরে অনুষ্ঠিত হবে।

এর আগে, ২২ সেপ্টেম্বর মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে ঢুকে পড়েন মেহেদি হাসান। হত্যার উদ্দেশে মেহেদি সেখানকার কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স শিলা প্রামাণিককে (৩০) হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন। প্রাথমিক চিকিৎসা শেষে নার্সকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে স্বাস্থ্যকেন্দ্রের সিসিটিভির ফুটেজ দেখে আসামি মেহেদিকে শনাক্ত করেন। পরে তার নামে মামলা করা হয়।

 
 

এসআর

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার