ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটখিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে

এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ১১:০৫, ৯ আগস্ট ২০২২; আপডেট: ১৫:১০, ৯ আগস্ট ২০২২

এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে আহত ২০

বাসের যাত্রীদের উদ্ধার করা হচ্ছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটখিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. তাহমিনা খান জানান, দুর্ঘটনায় আহত ২০ জনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বজলুর রহমান জানান, এক্সপ্রেসওয়েতে রাত ৯টার দিকে দুটি বাসের সংঘর্ষ হয়। এ সময় দুই বাসের ২০ জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সম্পর্কিত বিষয়:

×