ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কোল্ড স্টোরেজে ন্যায্য ভাড়া নির্ধারণ দাবি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২২:৪৮, ৩ আগস্ট ২০২২

কোল্ড স্টোরেজে ন্যায্য ভাড়া নির্ধারণ দাবি

চাষীদের আলু পচানোর প্রতিবাদে মানববন্ধন

কোল্ড স্টোরেজের অতিরিক্ত ভাড়া কমিয়ে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে এবং কোল্ড স্টোরেজ মালিকদের ব্যবসায়িক চতুরতাসহ অবহেলার কারণে চাষীদের আলু পচানোর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছেআলু চাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে বুধবার দুপুরে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়এসময় বক্তব্য রাখেন, আলু চাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ সাধারণ কৃষক ও সংগঠনের অন্য সদস্যগণ

বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরেই এসব সমস্যায় ভুগছিইতোপূর্বেও আমরা একাধিকবার জেলা প্রশাসক ও কোল্ড স্টোরেজ মালিকদের কাছে সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছিকিন্তু এখন পর্যন্ত এর কোন সুফল আমরা পাইনি

×