ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

অনন্ত বিজয় হত্যা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ব্যাঙ্গালুরুতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৪৫, ৬ জুলাই ২০২২

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ব্যাঙ্গালুরুতে গ্রেফতার

ফয়সাল আহমদ

সিলেটের বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফয়সাল আহমদকে ভারতের ব্যাঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশগত ১ জুলাই কলকাতা পুলিশের বিশেষ শাখা স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) একটি দল দ-প্রাপ্ত এই আসামিকে গ্রেফতার করেছে

ইতোমধ্যে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ) কাজ শুরু করেছেবুধবার এটিইউ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে জনকণ্ঠকে জানান, ফয়সালের গ্রেফতারের বিষয়ে জানার পর তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সে দেশের পুলিশের সঙ্গে তাদের কথা হয়েছেপুলিশ সদর দফতরের সহযোগিতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হবেকারণ ভারতের সঙ্গে আমাদের বন্দী বিনিময় চুক্তি আছে

কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, পুলিশী জিজ্ঞাসাবাদে ফয়সাল বলেছেন, তার নেতৃত্বে আল-কায়েদার একটি শাখা অসমের বরাক উপত্যকায় ঘাঁটি মজবুত করেছেহত্যাকা-ের সময় তিনি মেডিক্যালের শিক্ষার্থী ছিলেন

তবে সেই সময় আল-কায়েদার অনুসারী জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সঙ্গেও জড়িয়ে পড়েন তিনিবিভিন্ন মাদ্রাসায় পড়ানোর আড়ালে জিহাদি মতাদর্শ ছড়িয়েছিলেন বলে স্বীকার করেছেন ফয়সাল

২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন অনন্ত বিজয় দাশপেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি যুক্তিনামে বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেনএ ছাড়া বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি

হত্যাকা-ের পর অনন্তের বড়ভাই রতেœশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেনএতে বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীপরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ করা হয়

পরে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়সিআইডির পরিদর্শক আরমান আলী তদন্ত করে ২০১৭ সালের ৯ মে সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করেনএতে সন্দেহভাজন হিসেবে আটক করা ১০ জনকে অব্যাহতির সুপারিশ এবং ছয়জনকে অভিযুক্ত করা হয়মামলায় রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়

পরে গত ৩০ মার্চ সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল অনন্ত খুনের মামলায় চার আসামিকে মৃত্যুদ- দেনমৃত্যৃদ-প্রাপ্তরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫) ও কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫)দ-িতদের ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়রায়ে কারাগারে থাকা সাফিউর রহমান ফারাবীকে এই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়

কলকাতা পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, গত জুনের শুরুর দিকে ফয়সাল ভারতে অবস্থান করছেন বলে খোঁজ পান বাংলাদেশের গোয়েন্দারাএকই সঙ্গে সেখানে ব্যবহার করা তার একটি মোবাইল নম্বরও কলকাতা পুলিশকে দেয়া হয়পরে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা মোবাইল ট্র্যাক করে ব্যাঙ্গালুরুতে ফয়সালের অবস্থান নিশ্চিত হন

গত ১ জুলাই ব্যাঙ্গালুরুর বোম্মনাহাল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়৩ জুলাই তাকে কলকাতায় আনা হয়ফয়সালের কাছে যে পাসপোর্ট মিলেছে, সেখানে রয়েছে কাছাড়ঘেঁষা মিজোরামের ঠিকানাড্রাইভিং লাইসেন্স জোগাড় করেছেন ব্যাঙ্গালুরু থেকেভোটার কার্ড শিলচরেরসেখানে তার পরিচয় শাহিদ মজুমদার

কলকাতা পুলিশ বলছে, জিহাদি কার্যকলাপের অভিযোগ স্বীকার করে ফয়সাল জানিয়েছেন, ২০১৫ সালেই শিলচরে পালিয়েছেন তিনিতবে ব্লগার হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনিফয়সালের দাবি, তাকে এই মামলায় ফাঁসানো হয়েছেএদিকে ব্যাঙ্গালুরুতে গ্রেফতারের পর কলকাতায় আনা অনন্ত বিজয় দাশ হত্যা মামলার পলাতক এই আসামিকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ

×