
কলেজছাত্র মঞ্জুরুল ইসলাম
শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎচালিত সেচ যন্ত্রের তারে জড়িয়ে মঞ্জুরুল ইসলাম (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া চরবন্দ গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল স্থানীয় মনু মিয়ার ছেলে ও শেরপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণিতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওইসময় নিহতের চাচা আনোয়ার হোসেন আহত হয়েছেন। তিনি চরশেরপুর নয়াপাড়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী। খড়িয়াকাজিরচর ইউপি চেয়ারম্যান দুলাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, রবিবার সকাল ৯টার দিকে শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া চরবন্দে আমনচাষের বীজতলা তৈরির জন্য সেচ দিতে যায় কলেজপড়ুয়া মঞ্জুরুল ইসলাম ও তার চাচা আনোয়ার হোসেন। ওইসময় সেচের মোটরের বৈদ্যুতিক সংযোগ সমস্যা দেখা দিলে মঞ্জুরুল ইসলাম সেটা ঠিক করতে যায়। ওইসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। তাকে ছাড়াতে গিয়ে আহত হয় চাচা আনোয়ার হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।