ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পবিত্র ঈদুল-উল-আজহা

বাগেরহাটে ৪০ হাজারের অধিক কোরবানির পশু প্রস্তুত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট  

প্রকাশিত: ১৮:৫৮, ২ জুলাই ২০২২

বাগেরহাটে ৪০ হাজারের অধিক কোরবানির পশু প্রস্তুত

৪০ হাজার গবাদি পশু প্রস্তুত করেছে খামারিরা

কোরবানি ঈদকে সামনে রেখে বাগেরহাটে ৪০ হাজারের অধিক গবাদি পশু প্রস্তুত করেছেন খামারিরা জেলার নয় উপজেলায় ২২টি হাটে এসব পশু কেনাবেচা হবে বছর পশুর ভাল দাম পাবেন বলে খামারীরা আশা করছেন

বাগেরহাটে প্রথম সারির ৩টি খামার হল, কররি এলাকায়এভারগ্রিন ডেইরী এন্ড ফ্যাটেনারী ফার্মরামপালের ভাগায়কামাল এ্যাগ্রো ফার্মএবং ডেমার কালিয়ায়রকি এ্যাগ্রো ফার্ম এর প্রতিটি খামারে বছর বিক্রির জন্য ছোট বড় মিলিয়ে ৪০ থেকে ৫০ টি গরু প্রস্তুত করা হয়েছে এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ছোট বড় মিলিয়ে অর্ধ শতাধিক গরুর খামার রয়েছে অনেকে বিক্রির জন্য বাড়িতে গরু লালন-পালন করেছেন এসব গরু লালন-পালনে ব্যস্ত সময় পার করছেন খামার মালিকরা

উল্লেখিত ফামের কর্নধার যথাক্রমে ফজলুল করিম, কামাল উদ্দিন রকিবুল ইসলাম রকি বলেন, “গত দুই বছর করোনার কারণে খামারের লালন-পালন করা গরু বিক্রি করতে অসুবিধায় পড়তে হয় বছর বিক্রির জন্য তাদেও প্রতিটি ফার্মে প্রায় অর্ধশত গরু প্রস্তুত করা হয়েছে কোন প্রকার গরু মোটাতাজাকরণ ঐষুধ ব্যবহার না করে দেশীয় পদ্বতিতে এসব গরু প্রস্তুত করা হয়েছে এসব গরুর ওজন ৬০০ থেকে সাড়ে ছয়শ কেজি হবে দাম লাখ ৮০ হাজার থেকে তিন লাখের উপরে তাঁদের ভাষায়, ‘আশা করছি বছর ভাল দাম পাব খামার থেকেও গরু বিক্রি হচ্ছে তবে স্থানীয় বাজারেও বিক্রির চিন্তা রয়েছে বছর পশু খাদ্যের দাম অনেক বেশিতারা ভারতীয় গরু যাতে আসতে না পারে, সেদিকে নজর রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহব্বান জানান তারা

শনিবার ( জুলাই) দুপুরে বাগেরহাট প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান জনকণ্ঠকে জানান, জেলায় বছর ২২টি স্থানে গবাদি পশুর হাট বসছে ৪০ হাজার গবাদি পশু ১৭ হাজার ছাগল প্রস্তুত করেছে খামারিরা গত দুই বছর মহামারীর কারণে খামারিরা হাটে পশু বিক্রি আশুনুরূপ হয়নি বছর ভাল হবে বলে খামারী পশু ব্যবসায়ীরা আশা করছেন তবে পশু খাদ্যের দাম এবং ভারতীয় গরু নিয়ে তারা শঙ্কা রয়েছেন

তিনি আরও বলেন, বাগেরহাটের সবচেয়ে বড় দুটি পশুর হাট বসবে ফকিরহাটের বেতাগায় এবং মোল্লাহাটের উদয়পুরে এখানে সবচেয়ে বেশি গবাদি পশু বিক্রির জন্য নিয়ে আসেন খামার মালিকরা পশুর হাটে খামারিদের বেচাকেনা করতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য প্রশাসন সহযোগিতা করবে

প্রতিটি পশুর হাটের জন্য একটি করে ভেটেনারি মেডিকেল টিম থাকবে অনেক খামারি গরু মোটাতাজা করতে হরমোনযুক্ত ওষুধ ব্যবহার করে থাকেন, কিন্তু বাগেরহাটে তা কেউ করেননা বলে তিনি উল্লেখ করেন ##

 

খবরের জেরে সাংবাদিক মাদকের বিরুদ্ধে বলায় ইউপি সদস্যের ওপর হামলা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট।। ছবি-মেইলে

বাগেরহাটের শরণখোলায় ধানসাগর ইউনিয়নের ইউপি সদস্য ডালিম হোসাইন মাঝির (৩৮) ওপর মুখোশধারী পেতে থাকা দুর্বৃত্তরা হামলার চালিয়ে গুরুতর আহত করেছে রাতে স্থানীয় ছুটুখার বাজারের কাছে এই হামলার ঘটনা ঘটে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত ১টার দিকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এনায়েত হোসেন ফুলমিয়া মাঝির ছেলে আহত ডালিম মাঝি ধানসাগর ইউনিয়নের পূর্ব রাজাপুর ওয়ার্ডের পর পর দুইবার নির্বাচিত ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পদক                                                                                            

আহতের স্বজনেরা জানান, তিনি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্ছার যারা এসব অপরাধের সঙ্গে জড়িত তারাই এই হামলা চালিয়েছে হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন টিস্যু ব্যাগের তৈরি মুখোশ পরা ছিল এদের মধ্যে মুখোশ ছাড়া তিন জনকে তিনি চিনতে পেরেছেন এরা হলেন স্থানীয় এয়াকুব মুন্সীর ছেলে মাসুদ মুন্সী, আনোয়ার মুন্সীর ছেলে আলম মুন্সী এবং ছত্তার হাওলাদারের ছেলে তাওহীদ তিনি সুস্থ হয়ে এদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান

ধানসাগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান স্বপন জানান, ডালিম এলাকয় মাদক, জুয়াসহ সামাজিক অপরাধের বিরুদ্ধে কথা বলায় এই হামলা হয়েছে ধারণা করা হচ্ছে শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন জানান, ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

অপরদিকে, বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ বিশ্বাসের উপর হামলার হয়েছে সন্ধ্যায় চিতলমারী থানা রোডের স্কুল গেটের সামনে উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলামের ভাতিজা ফেরদাউসের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে হামলাকারীদের মারপিটে দেবাশীষ বিশ্বাস গুরুত্বর আহত হয়েছেন সময় তাঁর কাছে থাকা এক লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা সম্প্রতি চিতলমারী উপজেলার যুবলীগের এক নেতার মদ্য পানের ছবি ভাইরালের সংবাদ প্রকাশের জেরে হামলা হয়েছে বলে দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন আহত দেবাশীষ বিশ্বাসকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় অবস্থা গুরুতর হওয়ায় শুক্রবার ( জুলাই) বিকেলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে 

আহত দেবাশীষ বিশ্বাস ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার চিতলমারী উপজেলা প্রতিনিধি এবং চিতলমারী উপজেলা প্রেসক্লাব কুরমনি সার্বজনিন দূর্গা মন্দিরের সভাপতি 

×