ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ডিবি পুলিশ মেহেদীকে নোয়াখালী থেকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে এসেছে

পদ্মা সেতুর নাট বল্টু খুলে পলাতক মেহেদী গ্রেফতার

​​​​​​​নিজস্ব সংবাদদাতা, টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ

প্রকাশিত: ১৩:২৪, ২৯ জুন ২০২২; আপডেট: ১৩:২৯, ২৯ জুন ২০২২

পদ্মা সেতুর নাট বল্টু খুলে পলাতক মেহেদী গ্রেফতার

গ্রেফতার

পদ্মা সেতুতে নিয়ম বহির্ভূতভাবে প্রবেশ করে সেতুর নাট বল্টু খুলে ফেইসবুকে পোস্ট দেয়া ২য় ব্যাক্তি মেহেদীকে (২৫) নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে।

মেহেদীর পিতা মোঃ মনির হোসেন কাজী ২৯

৮ জুন রাত পৌনে বারোটায় গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, ২৮ জুন ভোরে ডিবি পুলিশ তার ছেলেকে নোয়াখালী থেকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে এসেছে।

এর আগে ২৭ জুন সন্ধ্যায় মেহেদীর পিতাকে জিজ্ঞাসার জন্য ঢাকায় নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

মেহেদী ফেইসবুকে পদ্মা সেতুর নাট খুইল্লা গেছে মন্তব্য করে ভিডিও পোস্ট ও শেয়ার করার পর তা ভাইরাল হয়। পরবর্তীতে মেহেদী বাড়িতে না এসে পলাতক হয়। মেহেদী মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের রব নগরকান্দী গ্রামের মনির কাজীর বড় ছেলে। মনির কাজীর পৈত্রীক বাড়ি উপজেলার হাসাইলে।

ধীপুর ৪নং ওয়ার্ডের মেম্বার সামসু দেওয়ান জানান, ডিবি পুলিশ মেহেদীর সহযোগী হিসেবে মটুকপুর গ্রামের এক ছেলের খোঁজে আসছিল।  ঐ ছেলেও পলাতক রয়েছে তবে তার নাম জানা জায়নি।

 

×