ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে হত্যা মামলায় নারীসহ চারজনের যাবজ্জীবন

প্রকাশিত: ১৯:১০, ১৮ মে ২০২২

লক্ষ্মীপুরে হত্যা মামলায় নারীসহ চারজনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর রায়পুরের মাদ্রাসা ছাত্রী রোজিনা (১৫) কে ধর্ষনের চেষ্টায় হত্যা মামলায় এক নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেকের নগদ ১০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেন বিজ্ঞ বিচারক। আজ বুধবার সকাল এগারটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ রহিবুল ইসলাম আসামিদের বিরুদ্ধে এ রায় দেন। আসামিদের বিরুদ্ধে ১২জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়। আসামিদের মধ্যে বাহার প্রকাশ জামাই বাহারের বাড়ী একই উপজেলা রায়পুরের বামনী এবং অপর তিন আসামীর বাড়ী দেনায়েতপুর গ্রামে। দণ্ডপ্রাপ্ত চারজন আসামিদের মধ্যে আদালতে উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন, প্রকাশ আল আলামিন, প্রকাশ কয়লা প্রকাশ কৈলা ও আঁখি আক্তার প্রকাশ রুমা। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে অপর দুইজন হুমায়ুন কবির, মোঃ বাহার প্রকাশ জামাই বাহার পলাতক রয়েছে। আদালতের পিপি এ্যাড. জশিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০১৬ সালের ১১ ডিসেম্বর দুপুরে ৯বম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী রোজিনা বাড়ী থেকে মীরগঞ্জ খাদিজাতুল কোবরা মাদ্রাসায় পড়ার জন্য যায়। এরপর বহু খোঁজাখুজির পর পরের দিন ১২ডিসেম্বর’২০১৬ বিকেলে পুরাতন পৌরসভার বাউন্ডারির ভেতরে রোজিনার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। রোজিনাকে কইলার নেতৃত্বে আসামীগণ ধর্ষণের চেষ্টায় রোজিনাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। ধর্ষনের চেষ্টা ব্যর্থ হয়ে এক পর্যায়ে তাকে হত্যা করে আসামিরা। পরে তাদের চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন, নিহতের পালিতা মা মনোয়ারা বেগম। পরে ২০১৭ সালের ২৮ জুন রায়পুর থানার ওসি তদন্ত সোলাইমান চারজন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবি আব্দুল আহাদ শাকিল, এ্যাড. ববি আক্তার বলেছেন, তাঁরা রায়ে সংক্ষুদ্ধ। রায়ের কপি পেলে তাঁরা উচ্চ আদালতে যাবেন।
×