
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড় বঙ্গমাতা শেখ ফজিলাতুণ্নেছা টেকনিক্যাল এন্ড বিজনেজমেন্ট মহিলা কলেজের (প্রস্তাবিত) চারতলা ভিতযুক্ত একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসাবে পঞ্চগড়-১ আসনের সংসদসদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান ভিত্তিপ্রস্থর উদ্ভোধন করেন। পরে এ উপলক্ষ্যে কলেজ মাঠে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শাহরিয়ার আল মামুন, বিসিক নগর টেকনিক্যাল এন্ড বিজনেজমেন্ট কলেজের অধ্যক্ষ দিলদার রহমান, পঞ্চগড় সদর ইউপির ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও পঞ্চগড় শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান।
পঞ্চগড় শিক্ষা প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ৮৫ লাখ টাকা ব্যায়ে একতলা বিশিষ্ট এই একাডেমিক ভবন নির্মান করা হচ্ছে।