ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বানিয়াচংয়ে গরুর গোবর নষ্ট করায় ঝগড়ায় নারী নিহত

প্রকাশিত: ২০:০৪, ৮ এপ্রিল ২০২১

বানিয়াচংয়ে গরুর গোবর নষ্ট করায় ঝগড়ায় নারী নিহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার রতনপুর গ্রামে মুরগির মাধ্যমে গরুর গোবর নষ্ট হওয়ায় দুই পরিবারের ঝগড়ায় টেঁটার আঘাতে সামছুন্নাহার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন জরিনা বেগম নামে আরেক নারী। তারা সম্পর্কে একে অন্যের ননদ-ভাবী। বৃহস্পতিবার (৮ এপ্রিল) এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে ৪ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামছুন্নাহার মারা যান। তিনি বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত জহুর আলীর স্ত্রী। আহত জরিনা ওই গ্রামের হাদিস মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, সামছুন্নাহার জরিনার বড় ভাইয়ের স্ত্রী। সেই হিসেবে তারা ননদ-ভাবী। গত ২ এপ্রিল জরিনার উঠানে রাখা গরুর গোবর নষ্ট করে সামছুন্নাহারের একটি মুরগি। এনিয়ে প্রথমে দুইজনের মধ্যে ও পরে দুই পরিবারে ঝগড়া হয়। তখন সামছুন্নাহার জরিনার মাথায় দা দিয়ে কুপিয়ে জখম করেন। এরপর জরিনার ছেলে এসে সামছুন্নাহারের শরীরে টেঁটা দিয়ে আঘাত করলে তিনিও আহত হন। পরে এলাকাবাসী এগিয়ে গিয়ে আহত দুই নারীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিক চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সামছুন্নাহার ৪ এপ্রিল মারা যান। এ ব্যাপারে নিহতের ছেলে বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সুবিদপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু মোকসেদ বলেন, সামছুন্নাহার মারা গেছেন এবং হত্যা মামলা দায়েরের খবর পেয়ে জরিনা সিলেটের হাসপাতাল থেকে পালিয়েছেন। এনিয়ে পুলিশ তদন্ত করছে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!