
নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌর অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ওই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। পরে তিনি শহরের তেরা বাজারে জেলা ক্যাবল ফিড মালিক সমিতির কার্যালয়ে ডিজিটাল কন্ট্রোল রুমের ফিতা কেটে এর যাত্রা শুরু করেন।
এখন থেকে এ ডিজিটাল কন্ট্রোল রুমের মাধ্যমে জেলার প্রায় ৪০ হাজার ক্যাবল নেটওয়ার্ক গ্রাহক তাদের টেলিভিশনস সেটে চকচকে ঝকঝকে নিখুঁত ছবি দেখতে পারবেন। শেরপুরে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের আওতায় সিলভার, গোল্ড ও প্লাটিনাম নামে ৩টি পরিসেবা এখন থেকে চালু থাকবে। সেট টপ বক্স এর মাধ্যমে ক্যাবল গ্রাকরা তাদের পছন্দমত পরিসেবা গ্রহণ করতে পাবেন বলে জানান উদ্যোক্তারা।
শেরপুর পৌরসভার মেয়র ও ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কোয়াবের সাবেক মহাসচিব নিজাম উদ্দিন মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম সাইফুল হোসেন সোহেল, বাংলাদেশ ডিজিটাল নেটওয়ার্ক লিমিটেড (বিডিএনএল) এর চেয়ারম্যান লায়ন ফিরোজুল ইসলাম, ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান হালিমসহ দেশের বিভিন্ন জেলার ক্যাবল অপারেটরগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের ভারপ্রাপ্ত পরিচালক আফজাল মাহমুদ শাহিন।