
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে আনিচ সরদার নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করা হয়েছে। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিততে বুধবার শেষ কার্যদিবসে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আনিচ সরদার জেলার গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের বাসিন্দা কাসেম সরদারের পুত্র।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ফয়জুল হক ফয়েজ জানান, ২০০৭ সালের ১০ মে গৌরনদীর কান্ডপাশা গ্রামের এক প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন প্রতিবেশী আনিচ সরদার। এ ঘটনায় ধর্ষিতার মা ১৩ মে গৌরনদী মডেল থানায় আনিচ সরদারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ আনিচকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন। মামলায় ১২ জনের মধ্যে আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় উল্লেখিত রায় ঘোষণা করা হয়েছে।