
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে সারাদেশের ন্যায় জেলার অভ্যন্তরীন নৌরুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে।
বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, সোমবার দুপুর ১২টা থেকে দূর্যোগপূর্ন আবহাওয়ার কারনে কেন্দ্রীয় ভাবে অভ্যন্তরীন সকল নৌরুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।