ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে মাদক বিক্রেতার অস্ত্রের আঘাতে এসআই আহত

প্রকাশিত: ২২:২৮, ৩১ মে ২০১৭

ঠাকুরগাঁওয়ে মাদক বিক্রেতার অস্ত্রের আঘাতে এসআই আহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় দুওসুও ইউনিয়নের পশ্চিম সরলিয়া এলাকার ইয়াবা ব্যবসায়ি রাজাকে ধরতে গিয়ে তার ছুরির কোপে এসআই গোলাম মূর্তুজা গুরুতর আহত হয়েছে। এ সময় এসআই মূর্তুজা আহত হলেও ১ শ’ পিচ ইয়াবাসহ রাজাকে আটক করে। জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম মূর্তুজার নেতৃত্বে পুলিশ পশ্চিম সরলিয়া এলাকার ইয়াবা ব্যবসায়ি রাজাকে ধরতে গেলে সে পুলিশের উপর হামলা চালায়। এসময় রাজা ধারালো ছুরি দিয়ে এসআই গোলাম মূর্তুজার গায়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আহত অবস্থায় এসআই গোলাম মূর্তুজা রাজাকে আটক এবং তার কাছ থেকে একশ’ পিচ ইয়াবা উদ্ধার করে। এ সময় পুলিশ রক্তাক্ত অবস্থায় এসআই মুতূর্জাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান এসআই মূর্তুজার আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা ব্যবসায়ি রাজার ধারালো ছুরির আঘাতে মূর্তুজার গায়ে গুরুত্বর যখম করলেও মূর্তুজা ওই মাদক ব্যবসায়িকে আটক করেছে। ইয়াবা ব্যবসায়ি রাজার বাবা কিছুদিন আগে একই অপরাধে আটক হয়ে জেল হাজতে রয়েছে। এই রাজার পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসার সাথে জড়িত।
×