ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

সাপাহারে বিপুল পরিমান জিহাদী বইসহ জামায়াত নেতা আটক

প্রকাশিত: ০১:৪৯, ২৮ জুলাই ২০১৬

সাপাহারে বিপুল পরিমান জিহাদী বইসহ জামায়াত নেতা আটক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ সরকার বিরোধী ও নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় নওগাঁর সাপাহারে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা জামায়াতের জেলা কমিটির নেতা মোঃ সাইদুল ইসলামকে আটক করে। এসময় তার বাড়ি তল্লাশী করে বিপুল সংখ্যক জিহাদী বই উদ্ধার করেছে র‌্যাব। জয়পুরহাট র‌্যাবক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আসিকুর রহমান পিএএমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। র‌্যাব সদস্যরা উপজেলা সদরের জয়পুর দিঘীপাড়ায় তার বাসা ঘেরাও করে তাকে আটক করে। তার বিরুদ্ধে সন্ত্রাসী মামরা রয়েছে বলে র‌্যাব জানায়।
×